অত্যাবশ্যকীয় তালিকায় নেই অত্যাবশ্যকীয় ওষুধের নাম
    			
    			
    			
    			    জাকিয়া আহমেদ চিকিৎসায় যেসব ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেগুলোর দামের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। ওষুধ কোম্পানিগুলো নিজেরাই দাম নির্ধারণ করে ঔষধ প্রশাসনকে দামের ঘোষণা দিয়ে দেয়। সেখানে প্রশাসনের করণীয় কিছু থাকে না। অন্যদিকে ‘অত্যাবশ্যকীয় ওষুধের’ তালিকায় যে ১১৭টি ওষুধ আছে, সেগুলোর…